ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে মুখোমুখি ২ প্রার্থীর সমর্থকরা, থমথমে উপজেলা চত্বর

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কেরানীগঞ্জে মুখোমুখি ২ প্রার্থীর সমর্থকরা, থমথমে উপজেলা চত্বর

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে নানা অনিয়ম, বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যদিয়ে।

আটটি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি তিনটি ইউনিয়নে হয়েছে চেয়ারম্যান পদে নির্বাচন।

এতে বাস্তা ইউনিয়ন থেকে আশকর আলী, শাক্তা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

অপর ইউনিয়ন হযরতপুরে নানা বিশৃঙ্খলার কারণে এখনো ঘোষণা করা হয়নি ফলাফল। তবে উপয় প্রার্থীই তাদের বিজয়ী ঘোষণা করছে।

পাশাপাশি অনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হওয়ায় সকালে উপজেলা চত্বরে অবস্থান নেয় আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিনের কর্মী সমর্থকরা। তারা ঘোড়া প্রতীককে জয়ী ঘোষণা করতে নির্বাচন অফিসের সামনে স্লোগান দেয়। পরে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আয়নালের সমর্থনে সামনাসামনি অবস্থায় সরকারি ইস্পাহানি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ জালাল অপুর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরাজুর রহমান সুমন ও নাজিম মেম্বারের নেতৃত্বে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতারা। পরে পুলিশ, বিজিবির যৌথবাহিনী তাদের উপজেলা চত্বর থেকে সরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় প্রার্থীর সমর্থকরা উপজেলার কাছাকাছি অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।