ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর ভাষানটেক দেওয়ানপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মারুফ গাইবান্ধা সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের রমজান আলীর ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

মারুফের চাচাতো ভাই আফতাব হোসেন বলেন, রড কাটার গ্রাইন্ডিং মেশিন সুইচবোর্ডে লাগানোর সময় মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাষানটেক থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন:
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মৃত্যু
কালীগঞ্জে দিনমজুরকে কুপিয়ে হত্যা
সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
মনোহরদীতে ধানক্ষেতে নারীর মরদেহ

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad