ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ই-পাসপোর্ট প্রকল্পের নতুন পিডি সাদাত হোসেন    

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
ই-পাসপোর্ট প্রকল্পের নতুন পিডি সাদাত হোসেন
 

 

ঢাকা: বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন।
 
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


 
বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুল রহমান খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
অপরদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।
 
বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।