ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
খালে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের মরদেহ ওয়াপদা খাল। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে ওয়াপদা খাল থেকে মো. বাবুল (৫৫) নামে নিখোঁজ এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ করা হয়।

 

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকালে ওই খালে নেমে তিনি নিখোঁজ হন।  

নিহত বাবুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ওয়াপদা খালের ওপর নির্মাণাধীন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি ব্রিজের পাইলিংয়ের কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।  

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাইলিংয়ের কাজ করার সময় ওই খালের পানিতে একটি ড্রাম পড়ে যায়। সে সময় বাবুল সেটি উদ্ধার করতে পানিতে নামলে তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালালেও খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে কিছুদূরে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে খালটি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।