ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘরে টিভির নিচে লুকানো ছিল ৬০ ভরি সোনার বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
ঘরে টিভির নিচে লুকানো ছিল ৬০ ভরি সোনার বার চায়না (ডানে)

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় বসতঘর থেকে ছয়টি সোনার বারসহ চায়না খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।  

উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা।

যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

বুধবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে জীবননগরের সীমান্তবর্তী হরিহরনগর গ্রাম থেকে এ স্বর্ণসহ তাকে আটক করা হয়।  

আটক চায়না জীবননগর উপজেলার হরিহরনগর জেলে পাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের হরিহরনগর জেলে পাড়ার আব্দুল হান্নানের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় জীবননগর থানা পুলিশ। এসময় তাকে পাওয়া না গেলেও তার স্ত্রী চায়নাকে পাওয়া যায়। বাড়িতে তল্লাশি ও জেরার একপর্যায়ে চায়না ঘরে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসত ঘরে টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় স্বর্ণ পাচারকারী আব্দুল হান্নানের স্ত্রী চায়নাকে আটক করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ঘটনায় থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।