ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাচউবো’র ভাইস চেয়ারম্যান পদে নুরুল আলম চৌধুরীর যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
পাচউবো’র ভাইস চেয়ারম্যান পদে নুরুল আলম চৌধুরীর যোগদান

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী।  

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে বোর্ডের মিলনায়তনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

চলতি বছরের ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

এসময় বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিন তিনি বোর্ড সভায়ও অংশ নেন।

মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এর আগে রাঙামাটি জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।