ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী সহকর্মীর নামে অপপ্রচার, সাংবাদিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
নারী সহকর্মীর নামে অপপ্রচার, সাংবাদিক গ্রেফতার

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারী সহকর্মীর নামে অপপ্রচারের অভিযোগে সাংবাদিক জাকির হোসেন ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত রাতে রামপুরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইমনকে গ্রেফতার করা হয়েছে। নারী সহকর্মীর নামে কুৎসা রটানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য ‘গণমাধ্যমের কালো বিড়াল‘ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠান তিনি। রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন বিষয়টি স্বীকার করেছেন বলে জানান ওসি রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad