ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্মীয় উসকানির অভিযোগে আশিষ মল্লিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
ধর্মীয় উসকানির অভিযোগে আশিষ মল্লিক আটক

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উসকানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিষ মল্লিক (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি নোমান আহমদ।

তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আশিষ মল্লিক নামের একজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
পিএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।