ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৫৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ 

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বেনাপোলে ৫৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ  বেনাপোলে ৫৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ 

বেনাপোল (যশোর): বেনাপোলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে এ ওষুধ জব্দ করা হয়।

৪৯ বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের হাবিলদার মনিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এনে পাচারের উদ্দেশ্য বেনাপোলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থান করছে পাচারকারীরা। পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি জানান, এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।  জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়ঃ ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।