নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের ব্যবসায়ী পলাশ মাহমুদকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৫ অক্টোবর) রাতে তার বাড়ির কাছে এ ঘটনা ঘটেছে।
পলাশের বাবার নাম খোকন শখে। তিনি লোহাগড়া বাজারের একজন ফল ব্যবসায়ী ছিলেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের কারনেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পরিবার।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, পলাশকে কি কারণে কে বা কারা হত্যা করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর