ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ১৬ দালালকে দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
মানিকগঞ্জে ১৬ দালালকে দণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিস ও জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে ১৬ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানিকগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিস ও মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযানে ১৬ জন দালালকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকার রেজাউল হাসানের ছেলে রাসেদুল (৩৫), পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে  রায়হান (৩৫), সদর এলাকার ফরহাদ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪), পশ্চিম বান্দুটিয়া এলাকার আকিকুর রহমানের ছেলে শাওন (২৪), একই এলাকার সাইজুদ্দিনের ছেলে মেহেদী হাসান সুজন (২৮), পশ্চিম বান্দুটিয়ার আব্দুল মোতালেবের ছেলে রাসেল মিয়া (৩৮), পশ্চিম বান্দুটিয়া এলাকার শাহজাহান (৪৫), বাইচাইল এলাকার জাবেদ আলীর ছেলে জাবেদ (৪০), ঘিওর উপজেলার তরা এলাকার জলিল মোল্লার মেয়ে রাশেদা (৪০), সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকার কুসুম সম্রাট (৩০), সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মৃত হাকিমুদ্দিনের ছেলে ইলিয়াস (৪০), সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার এখলাস মিয়ার ছেলে আয়নাল (৪০), ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে নাসির (৩৫), সদর উপজেলার ডাউটিয়া এলাকার মনিন্দ্র শীলের ছেলে  নরেশ চন্দ্র শীল (৩০), পশ্চিম দাশড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. রায়হান উদ্দিন (৪০), ঘিওর উপজেলার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩০)।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।