ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বোনের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানী বেগম (৬৫) খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বাংলানিউজকে বলেন, মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে ছোট ভাইয়ের দোয়া অনুষ্ঠানে গিয়েছিলেন রানী বেগম। সকালে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে নিহতের ভাই আবুল খায়েরের কাছে হস্থান্তর করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন- মোল্লাহাটের উদয়পুর এলাকার হায়দার চান চৌধুরীর ছেলে ফরহাদুননবী চৌধুরী (৫০) এবং চাঁদেরহাট এলাকার রেজাউলের ছেলে হৃদি (১৮)।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ইউজি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।