ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মা ইলিশ রক্ষায় নগরকান্দায় অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
মা ইলিশ রক্ষায় নগরকান্দায় অভিযান

ফরিদপুর: গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়া এ সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়,পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।

আর এ নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।

এরই আলোকে শনিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে মা ইলিশ ও মৎস্য সুরক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. আবদুল্লাহ-আল মামুনের নেতৃত্বে ও মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতারের সার্বিক তত্ত্বাবধানে, থানা পুলিশের সদস্যদের সহায়তায় উপজেলার সদর বাজার ও চরযোশোরদি ইউনিয়নের চাঁদহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা আইন ও পশু খাদ্য সংরক্ষণ আইনে তিন ব্যক্তিকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ পোনা মাছ জব্দ করে তা গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ সময় অবৈধভাবে মৎস্য খাদ্য বিক্রির দায়ে অভিযুক্ত রুবেল হোসেনকে (১৮) ৩ হাজা , শুকদেবকে (২৫) ৬ হাজার টাকা ও ২৩ সে.মি. এর ছোট পোনা মাছ বিক্রির দায়ে বলাই চন্দ্র মালোকে (৫০) ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময়, জনস্বার্থে ও ইলিশ বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল মামুন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad