ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫০০ পিস নেশার ইনজেকশানসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
৫০০ পিস নেশার ইনজেকশানসহ আটক ২

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার  (২২ অক্টোবর) কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে অভিযান চালয়ে তাদেরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার সদস্যরা।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি মোবাইল টিম সেখানে অভিযান চালায়। এ সময় আটক আজিজের কাছ থেকে ৩৫০ পিস ও ফারহানার কাছ থেকে ১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটক দুইজন ঢাকার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশন ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad