ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছাত্র এখন প্রতিমন্ত্রী, আশির্বাদ করলেন শিক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
ছাত্র এখন প্রতিমন্ত্রী, আশির্বাদ করলেন শিক্ষক

ঢাকা: রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মাথায় হাত বুলিয়ে আশির্বাদ করছেন তার শিক্ষক। প্রিয় শিক্ষকের স্নেহমাখা হাতে মাথায় হাত বুলানো সেই ছবি ফেসবুকে দিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে যান এনামুর রহমান। সেখান থেকে যান রংপুরে।

এনামুর রহমান ফেসবুকে লিখেছেন, ছাত্রকে আশির্বাদ করছেন শিক্ষক। তার সেই দূরন্ত ছাত্র এখন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতিমন্ত্রী। আর সেই শিক্ষার্থী যদি সরকারি সফরে শিক্ষকের বাড়ির আঙিনায় কাছে আসে, তখন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত ছাত্রের সফরের পরিপূর্ণতাও আসে না।

বলছি, আমার স্কুল শিক্ষক শ্রদ্ধেয় বনমালী পালের কথা। আমার শৈশব, কৈশোর কেটেছে বিভাগীয় শহর রংপুরে।

১৯৭৩ সালের কথা। আমি তখন রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী‌। স্যার আমাদের পড়াতেন ইংরেজি।

ছাত্র হিসেবে আমি ছিলাম বেজায় ডানপিটে। কেবলমাত্র ডানপিটে স্বভাবের কারণে স্যারের হাতে যে কত পিটুনি খেয়েছি, তার কোনো হিসেব নেই।

আমার সেই প্রাণের শিক্ষকদের শাসনেই আজ আমি আপনাদের প্রিয় ডা. এনাম।

বনমালী পাল স্যার রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন সেই ২০০৫ সালে। তারপরও অবসর আসেনি জীবনে।

স্থানীয় মুসলিম উদ্দিন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ হিসেবে এখনো শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন রংপুরকে।

নানান ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি, আমার সেই প্রিয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। স্যারদের নিয়মিত খোঁজ খবর নেওয়াটা আমার রুটিন কাজ। তাদের চিকিৎসা থেকে নানান প্রয়োজনে যখনই পাশে থাকার সুযোগ পাই, তখন ছাত্র হিসেবে নিজেকে সার্থক এবং গর্বিত মনে হয়।

সৌভাগ্য নিজের জীবদ্দশায় প্রিয় শিক্ষকদের আশির্বাদের ছায়া এখনো ঘিরে রেখেছে আমাকে।

স্যারের জন্য পরম শ্রদ্ধা আর ভালোবাসা।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।