ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলছিটিতে ইলিশ ধরার অপরাধে ১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
নলছিটিতে ইলিশ ধরার অপরাধে ১ জেলের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে স্বপন খলিফা (২৫) নামের এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

আটককৃত স্বপন খলিফা বরিশাল রূপাতলীর জাগুয়া এলাকার মো. সাহেদ খলিফার ছেলে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করেন জেলেরা। সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মৎস্য বিভাগ ও পুলিশ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় এক জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বাংলানিউজকে বলেন, ইলিশ শিকারের অপরাধে আটক জেলেকে মঙ্গলবার সকালে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  
প্রসঙ্গত, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।