ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

সিলেট: সিলেটে বাস, সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই অটোরিকশা ও ইজিবাইকের যাত্রী।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার পেছনে ছিল একটি ইজিবাইক। দুর্ঘটনায় হালকা যান দুটোই ক্ষতিগ্রস্ত হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন এবং ইজিবাইকের চালকসহ তিন যাত্রী আহত হন। আহতদের অবস্থা গুরুতর, তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।