ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় তৈরি হবে আধুনিক শিল্পকলা একাডেমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
মাগুরায় তৈরি হবে আধুনিক শিল্পকলা একাডেমি ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা জেলা শিল্পকলা একাডেমিকে আগামী ছয় মাসের মধ্যে একটি আধুনিক শিল্পকলা একাডেমিতে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী একে এম খালিদ এমপি।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলার সংস্কৃতি কমীদের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাগুরা জেলা প্রশাসন ডা. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী একে এম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে মাগুরা জেলাসহ পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ায় আধুনিক শিল্পকলার কাজ চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় মাগুরা জেলাতে ৩৫ কোটি টাকা ব্যায়ে আধুনিক শিল্পকলা একাডেমি তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।