ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে ১৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
শিবচরে ১৫ জেলের কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে চালানো অভিযানে আটক ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে মা ইলিশ রক্ষায় শিবচরে পদ্মা নদীতে অভিযান চালায়। অভিযানে ইলিশ শিকাররত অবস্থায় ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় ২০ হাজার পাঁচশ’ মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটক জেলেদের মধ্যে ১৫ জনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রাকিবুল হাসান। আর একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, মা ইলিশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।