ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের রাহুলের স্বর্ণপদক জয় 

সিনিয়র কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
সিলেটের রাহুলের স্বর্ণপদক জয়  তাওরেম রাহুল সিংহ

সিলেট: জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কিউসু ইউনির্ভাসিটি আয়োজিত ‘এসডিজিস ইন্টারন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড ২০২১’ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন সিলেটের তাওরেম রাহুল সিংহ। এ প্রতিযোগিতা মূল থিম ছিল ‘একটি কার্বন সহনশীল শহরের দৃষ্টিভঙ্গি’।


 
প্রতিযোগিতায় রাহুলের ‘রেজুভেনাটিং দ্য এজ’ শিরোনামে প্রকল্পটি স্বর্ণপদক জয় করেন।  প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তিনি প্রাইজমানি পেয়েছেন ৩ লাখ জাপানি ইয়েন।  
 
শনিবার (১৬ অক্টোবর) সকালে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কিউসু ইউনির্ভাসিটি কর্তৃপক্ষ।
 
তাওরেম রাহুল সিংহ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী-শিক্ষক রানা কুমার সিনহার মেঝ ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি- বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনইউ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ