ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার আহ্বান

ঢাকা: রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনা পরিকল্পিত কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

দেশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা নিয়ে গভীর উদ্বেগও জানিয়েছেন তিনি।

 

এক বার্তায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ধৈর্যের সঙ্গে এ সংকট সমাধানের আহ্বান জানান।

তিনি বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে ও জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না।

প্রিয় নবী (স.) ‘মদীনা সনদ’- এর মাধ্যমে সব ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ।  

তিনি এ সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।