ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

রাজশাহী: রাজশাহী মহানগরে সড়ক উন্নয়ন কাজের জন্য বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

নেসকো লিমিটেড রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) নাঈমা হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ফোরলেন সড়ক সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক পোল পুনঃস্থাপন করার কাজ চলবে। আর এ কারণে আগামী শনিবার মহানগরের সাহেববাজার এলাকার দরগাপাড়া রোড থেকে পূর্বদিকে খরবোনা আহলে হাদিস মসজিদ পর্যন্ত, পঞ্চবট্টি, রামচন্দ্রপুর, কেদুর মোড় ও তৎসংলগ্ন এলাকাসমূহে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।