ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজা বাঙালির সম্প্রীতির উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
দুর্গাপূজা বাঙালির সম্প্রীতির উৎসব

বরিশাল: বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, দুর্গাপূজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার উৎসবের আমেজ সবার।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ধর্ম, বর্ণ, নির্বিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন সংসদ সদস্য পংকজ নাথ।

তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, পৌর কাউন্সিলর সোহেল মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশে গোটা বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার মহানবমীতে মন্দিরে মন্দিরে ঢাক ও শাখের ধ্বনির পাশাপাশি চলছে অঞ্জলি গ্রহণ, ধর্মীয় গান ও পূজার্চনা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad