ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোট সুষ্ঠু বলেই অনেক জায়গায় বিএনপি জিতেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
ভোট সুষ্ঠু বলেই অনেক জায়গায় বিএনপি জিতেছে ছবি: শাকিল আহমেদ

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতো—‘১০টা হোন্ডা ২০টা গুণ্ডা, ভোট ঠাণ্ডা। ’ এটাকে ভোটের পরিবেশ বলে? বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে ভোট হচ্ছে।

সুষ্ঠু ভোট হয়েছে বলেই অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে। ’

তিনি বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে বিধায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। যে সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারাই ভোট বর্জন করে। জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা আত্মহত্যার সামিল। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হোক, যেটির মাধ্যমে নিশ্চিত করা যাবে বিএনপি ক্ষমতায় যাবে। ’

বুধবার (১৩ অক্টোবর) অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এসব কথা বলেন।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রয়োজন—দলটির তরফ থেকে আসা এমন বক্তব্যের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রত্যাশা করি। অতীতেও তিনি যখন হাসপাতালে ছিলেন, তখন প্রতিদিন সকাল-বিকেল দুই বেলা করে বলা হতো ‘অবশ্যই বিদেশ নিয়ে যেতে হবে। ’ কিন্তু তখন বাংলাদেশের চিকিৎসায় ভালো হয়ে খালেদা জিয়া ঘরে ফিরেছিলেন। ’

হাছান মাহমুদ বলেন, ‘এখন আবার খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তারা যে ধোঁয়া তুলছেন। এটি নতুন কোনো বক্তব্য নয়। অসুস্থ হলেই কি বিদেশ নিয়ে যেতে হবে? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি এত অবজ্ঞা কেন, ডাক্তারদের প্রতি অবজ্ঞা কেন?’

তিনি আরও বলেন, ‘আমরা পত্রিকার শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। হঠাৎ যেমন বৃষ্টি হয়, তেমনি কিছু পত্রিকা আছে হঠাৎ বের হয়। সেগুলো বের হয় যেদিন বিজ্ঞাপন পায়। আমরা এগুলো চিহ্নিত করেছি। ইতোমধ্যে ২১০টি পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার জন্য সারাদেশের জেলা প্রশাসকদের জানানো হয়েছে। বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে, বাকিগুলোও বন্ধ করে দেওয়া হবে। এরকম আরও প্রায় ২০০ পত্রিকা আছে। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, যেখানে পত্রিকার ক্রম/সার্কুলেশন ঠিক করা হয়, সেখানে যে সার্কুলেশন দেওয়া হয় সেটি আসলে বাস্তব সম্মত নয়। আমরা আসল সার্কুলেশনের ভিত্তিতে পত্রিকার ক্রম ঠিক করবো। ’

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এইচএমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ