ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে জিনের বাদশা জেল হাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

গাজীপুর : গাজীপুরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতারকৃত পরিমল চন্দ্র সুত্রধরকে (৩২) জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতারনার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ পরিমলকে গ্রেফতার করে।

তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ছাতার পাড়া গ্রামের কৈলাস চন্দ্র সূত্রধরের ছেলে।

প্রতারিত গাজীপুর সদরের সালনা এলাকার সাইদুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করার পর শনিবার দুপুরে পুলিশ তাকে গাজীপুর আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, ১৪ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে বাদী সাইদুল ইসলামের মোবাইল এক যুবক নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেয়। এরপর তাদের বড় বাদশার সঙ্গে কথা বলার জন্য অন্য একটি মোবাইল নম্বর দেয়। ফোনে আরো জানায়, তার স্ত্রীর গহনা দিলে তাদের ভাগ্যে সাত রাজার ধন জুটবে। পরে সাইদুল ওই জিনের বাদশার কথামত ১৭ সেপ্টেম্বর রাতে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকায় অপো করতে থাকেন। রাত ৯টার দিকে সেখানে এসে নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিলে পুলিশ তাকে  গ্রেফতার করে।

পুলিশ শনিবার দুপুরে গাজীপুর বিশেষ আদালতে (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) পাঠালে বিচারক মো. আশরাফুল আলম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম।

বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।