ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

৩৭ কেজির বাঘাইড়ের দাম ৪৮ হাজার টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, সেপ্টেম্বর ২৬, ২০২১
৩৭ কেজির বাঘাইড়ের দাম ৪৮ হাজার টাকা!

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার চর কর্নেশনা কলাবাগান এলাকার মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় মাছটি কিনেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনগণ।

ব্যবসায়ী চান্দু মোল্লা বাংলানিউজকে জানান, পদ্মার মাছের ব্যাপক চাহিদা। সামান্য লাভে বিক্রির জন্য তিনি বিভিন্নস্থানে যোগাযোগ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।