ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ির আঙিনায় গাঁজা চাষ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
বাড়ির আঙিনায় গাঁজা চাষ!

 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করায় মো. আমিনুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

পরে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম নিজ বাড়ির আঙিনায় বাথরুমের পাশে চারদিকে বেড়া দিয়ে গাঁজা চাষ করে বিক্রি করতেন। এলাকাবাসীকে বলতেন সবজি চাষ করেছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টি গাঁজা গাছ (সাড়ে ৬ কেজি)-সহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।