ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

গাইবান্ধা: গাইবান্ধায় ৩ বছর আগে মানস নদীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এ পর্যন্ত হয়নি সংযোগ সড়ক। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উপকারে লাগছে না এলাকাবাসীর।

এ অবস্থায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী বালিয়ারছড়ায় এ কর্মসূচী পালন করে দলের গিদারী শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়ায় মানস নদীতে কোটি টাকারও বেশি ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ তিন বছর আগে শেষ হয়। শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না।

তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ সড়ক অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।