ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সালথায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
সালথায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সালথায় পানিতে ডুবে তাওহীদ সর্দার (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

সে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের উত্তর মদনদিয়া গ্রামের মঞ্জুর সর্দারের ছেলে।  

জানা যায়, শিশু তাওহীদ সকাল ৯টার দিকে তার বড় ভাইদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে। কিছুক্ষণ গোসল করার পর তাহহীদ বাদে সবাই পুকুর থেকে উঠে আসে। প্রায় ঘণ্টা খানেক পর তাওহীদকে খুঁজে না পেয়ে পানিতে খোঁজ করলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফতেখার আজাদ বাংলানিউজকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।