ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

স্যামসন এইচ চৌধুরীর নামে সড়কের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, সেপ্টেম্বর ২৫, ২০২১
স্যামসন এইচ চৌধুরীর নামে সড়কের উদ্বোধন

পাবনা: প্রখ্যাত শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তার নামে পাবনার সুজানগর উপজেলা পরিষদের উদ্যোগে একটি সড়কের নামকরণ এবং দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক, মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন।

পরে সুজানগর উপজেলা মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধকে বাঙ্গালী জাতির দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত আখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগরের পৌর মেয়র রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।