ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় সাপের ছোবলে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
শৈলকুপায় সাপের ছোবলে শিশুর মৃত্যু  সংগৃহীত ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপ উপজেলার মাধবপুর গ্রামে বিষধর সাপের ছোবলে নাজনিন আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নাজনিন ওই উপজেলার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল নাজনিন। রাতের কোনো এক সময় বিষধর সাপ ছোবলে দেয় শিশুটিকে। টের পেয়ে রাতেই পরিবারের লোকজন নাজনিনকে উদ্ধার করে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেরে দিকে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সংবাদকর্মী সিহাব মল্লিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।