ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুইমারায় বাল্যবিয়ে নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
গুইমারায় বাল্যবিয়ে নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা গুইমারায় বাল্যবিয়ে নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এতে কাজী, ইমাম, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।

গুইমারা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেইপ্রু মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- গুইমারা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খায়রুল আলম, জাইকা প্রতিনিধি রুনী চাকমা, গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে এবং সহযোগিতা করতে হবে। এ বিষয়ে আইন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম পরিবারকে সচেতন হতে হবে।

উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।