ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

বাগেরহাট: নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাট সদর উপজেলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের শেখরা গ্রামে ৯নং ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী আনিস শেখ এবং পরাজিত প্রার্থী আব্দুল লতিফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তারা আহত হন।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ কারও বিরুদ্ধে থানায় অভিযোগ করেনি। সংঘর্ষের সময়, দুই প্রার্থীর কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

আহতদের মধ্যে উভয় পক্ষের ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শেখরা গ্রামের রুবেল মল্লিক, সোহেল শেখ, শওকত শেখ, রাসেল শেখ, রবিউল শেখ, সাইফুল শেখ, মাহতাব মল্লিক, সজিব মোল্লা, কামরুল ফকির, মল্লিক ইমামুল কবির, সোহেল মল্লিক, জাহাঙ্গীর মল্লিক, বাবুল ফকির, তৈয়ব আলী মল্লিক, আলম মল্লিক, মহিউদ্দিন শেখ। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবুল ফকিরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুর ইসলাম বলেন,  জুমা’র নামাজের আগ মুহূর্তে শেখরা জামে মসজিদের সামনে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের বেশকয়েকজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে জেলার ৯ উপজেলায় সহিংসতায় এ পর্যন্ত অন্তত দুইশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।