ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় ট্রাকচাপায় পশুসম্পদ কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
ভাঙ্গায় ট্রাকচাপায় পশুসম্পদ কর্মকর্তা নিহত

ফরিদপুর: মোটরসাইকেলে করে অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সহকারী পশুসম্পদ কর্মকর্তা মাহফুজ ঠাকুর (৪৮) নিহত হয়েছেন।  

তিনি ভাঙ্গা পশুসম্পদ অফিসে কর্মরত ছিলেন।

তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার মহেন্দ্র এলাকায়।  

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আহত হন তিনি। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রামের বাড়ি সালথায় দাফন করা হয়েছে।  

ভাঙ্গা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফুহাদ বলেন, মাহফুজ সকালে গরুর ভ্যাকসিন আনতে ফরিদপুর জেলা অফিসে যান। সেখানে থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, ফরিদপুরগামী গরু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।