ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০ কেজির কাতল ৩৬ হাজারে বিক্রি

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
২০ কেজির কাতল ৩৬ হাজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নারায়ন হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

পরে নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দুপুর দেড়টায় দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান ও মৎস্য আড়তের সম্রাট শাহজাহান শেখ নিলামে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ বাংলানিউজকে বলেন, আমি মাছটি ৩৪ হাজার টাকা দিয়ে কিনেছি। পরে মোবাইল ফোনে ঢাকার ব্যবসায়িদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বাংলানিউজকে বলেন, পদ্মায় পানি কমতে শুরু করেছে। তাই জেলেদের জালে এখন বড় বড় মাছ ধরা পড়ছে। আমরা নদীর এ এলাকায় বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad