ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আয়ার চাকরি করছেন এমএ পাস নারী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আয়ার চাকরি করছেন এমএ পাস নারী! রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়

পিরোজুপর: পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে চাকরি করছেন সাবরিনা আক্তার নামে এমএ পাস এক নারী।  

তিনি স্থানীয় সাইদুল ইসলাম শিকদারের স্ত্রী ও একই ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের ওমেদ আলী শেখের মেয়ে।

 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাস বাংলানিউজকে বলেন, গত ১৯ জুলাই আমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (আয়া পদ) হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হন সাবরিনা আক্তার। পরে জানতে পারি, ওই নারী গত ২০১৫ সালে জাতীয় বিদ্যালয়ের অধীনে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করেছেন।   

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, জীবিকার তাগিদে শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ তথ্য গোপন রেখে আবেদন করেন সাবরিনা আক্তার। পরে চাকরিতে নির্বাচিত হওয়ার পর আমরা তার যোগ্যতা সম্পর্কে জানতে পারি।  

এ ব্যাপারে সাবরিনা আক্তার বাংলানিউজকে বলেন, জীবিকার তাগিদে চাকরি নিয়েছি। যে কোনো পদ ও পেশাকে যথাযথ মর্যাদা দিয়েই কাজ করতে চাই।  

ওই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কাউয়ুম হোসেন বলেন, সাবরিনা আক্তারের নিয়োগের বেশ কিছু দিন পর তার শিক্ষাগত যোগ্যতার তথ্য আমার কাছে আসে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।