ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কীটনাশক কেড়ে নিল ৭২ পাখির প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
কীটনাশক কেড়ে নিল ৭২ পাখির প্রাণ মৃত পাখিগুলো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষেতে কীটনাশক দিয়ে ৬৫টি ঘুঘু ও ৭টি কবুতর মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকের বিরুদ্ধে। অভিযুক্ত কৃষকের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

মৃত পাখিগুলো উদ্ধার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর ) দুপুরের দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা খেয়া ঘাট এলাকার একটি মাসকালাই ক্ষেতে দেওয়া কীটনাশক খেয়ে পাখিগুলো মারা যায়।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বাংলানিউজকে জানান, কীটনাশক খেয়ে ঘুঘু ও কবুতর মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর সেখান থেকে ২৬টা মৃত ঘুঘু ও ৩ টি কবুতর উদ্ধার করি। বাকী আরও ৩৯টি ঘুঘু ও ৪টি কবুতর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানতে পারি।

তিনি আরও জানান, মৃত পাখিগুলো উদ্ধার করে শাহজাদপুরের ফরেস্ট পি এম রশিদুল হাসানের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, মাসকাইল ক্ষেতে কীটনাশক প্রয়োগে পাখি মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগে পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।