ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
সিরাজগঞ্জে মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট যানজট। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের জীর্ণ নলকা সেতুকে ঘিরে দিনভর কখনো তীব্র আবার কখনো থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। ফলে চরম দুর্ভোগ মাথায় নিয়ে ভ্রমণ করতে হচ্ছে উত্তরের যাত্রীদের।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা-হাটিকুমরুল গোলচত্বর রুটটি যানজটের কবলে রয়েছে। কখনো কখনো এ যানজট বিস্তৃতি হচ্ছে হাটিকুমরুল-চান্দাইকোনা মহাসড়ক পর্যন্ত। এদিকে নলকা সেতুর পূর্বপারে কড্ডার মোড় এলাকাতেও থেমে থেমে যানজট রয়েছে।  

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নলকা সেতুর দুপাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেতুর উপরও রয়েছে খানাখন্দ। এখানে এসেই গাড়ির গতি ৫/৭ কিলোমিটারে নামিয়ে দিতে হয় চালকদের। ফলে যানজটের সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরেই এমন অবস্থা চলছে। আমরা নিজেরাই কিছু কিছু স্থানে গর্ত ভরাট করেছি। কিন্তু সেটাও উঠে গেছে।

এদিকে মহাসড়কে যানজটের রেশ এসে নলকা-সিরাজগঞ্জ শহর-মুলিবাড়ী রুটেও পড়েছে। এতে শহরের বাজার স্টেশন এলাকায় দিনভর যানজট সৃষ্টি হচ্ছে।  

বাজার স্টেশন এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জন হামিদুল ইসলাম বলেন, মহাসড়কে যানজটের কারণে গাড়িগুলো শহরের রাস্তা দিয়ে চলাচল করায় শহরেও যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে যানজট নিরসনের চেষ্টা করছি।  

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দিনভর থেমে থেমে যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ