ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জলমহালের তথ্য চেয়ে বিভাগীয় কমিশনারদের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জলমহালের তথ্য চেয়ে বিভাগীয় কমিশনারদের চিঠি

ঢাকা: আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্য চেয়ে দেশের সব বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি উপসচিব মো. তাজুল ইসলাম মিয়া স্বাক্ষরিত চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্যাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বদ্ধ জলমহাল বলতে বোঝায় যেসব জলমহালের চতুর্সীমা নির্দিষ্ট অর্থাত্‍ স্থলভাগ দ্বারা বেষ্টিত—সাধারণত হাওর, বিল, ঝিল, হ্রদ, দীঘি, পুকুর, ডোবা ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।