ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চলন্ত বাসের খুলে গেল ৪ চাকা, বাঁচলো ৩০ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
চলন্ত বাসের খুলে গেল ৪ চাকা, বাঁচলো ৩০ প্রাণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩০ যাত্রীর প্রাণ। চলন্ত বাসের পেছনের চারটি চাকা খুলে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নীলফামারীর রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা আন্তজেলা পরিবহন ভাই ভাই বাস সার্ভিস। বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে রওনা হলে কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে ওই বাসের পিছনের চারটি চাকা খুলে যায় এবং বাসটি রাস্তায় বসে যায়। তবে এতে কোনো হতাহত বা প্রাণহানি হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে ওই মহাসড়কে বাসটি দেখার জন্য।

ভাই ভাই পরিবহনের চালক নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের রফিকুল বাংলানিউজকে বলেন, বাসটি যখন কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠার আগেই বাসটি বন্ধ হয়ে যায়। তখন দেখি বাসটির পিছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।