ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ে বাড়িতে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিয়ে বাড়িতে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৪

কুমিল্লা: কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘারমোড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

উভয়পক্ষের আহতরা হলেন- রাজিব মিয়া, শাহ আলম, জিলানী, অজিত, শাহ আলম, নজরুল মিয়া, কবির হোসেন, ইকবাল মিয়া, আশাবুদ্দিন, ইকবাল হোসেন, কেটা মায়া, আজগর আলী, সানাউল্লাহ, আরিফ, শুভ, জিলানি, জুয়েল, তানভীর, সাইদুল, মোমেন, বাদশা মিয়া, হৃদয়। এদের মধ্যে রাজিব মিয়া ও শাহ আলম গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার বড় ঘারমোড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাকপ্রতিবন্ধী মেয়ের বিয়ে ঠিক হয় উপজেলার বাগমারা গ্রামের এক ছেলের সঙ্গে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিয়ের দিন নির্ধারিত হয়। আগের দিন বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গায়ে হলুদ চলার সময় রাতে পাশের হুজুরকান্দি গ্রামের রাসেল, ইমরান, অন্তরসহ আট-নয়জন মেয়েদের ছবি তুলতে থাকেন। সে সময় সেখানে থাকা বড় ঘারমোড়া গ্রামের কয়েকজন যুবক সেসব ছবি ডিলিট করতে বলতে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি বেধে যায়। এরই জের ধরে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বড় ঘারমোড়া গ্রামের বাসিন্দা আউয়াল মিয়াকে মারধর করেন হুজুরকান্দি গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনায় আওয়ালের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুরকান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পর পরই হুজুরকান্দি গ্রামের বকুল নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল‌। রোববার সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন ঘাড়মোড়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’জন গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বাংলানিউজকে জানান, বড় ঘারমোড়া গ্রামে একটি বিয়ে বাড়িতে হুজুরকান্দি গ্রামের কয়েকজন ছেলে ছবি তুললে ওই গ্রামের লোকজন বাধা দেন। এ ঘটনার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। শনিবার এক জনকে মারধর করে হুজুরকান্দি গ্রামের লোকজন। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। এ মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এরই জেরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  সংঘর্ষের সময় একজন এয়ারগান নিয়ে এসেছিলেন বলে শুনেছি। তবে গুলির বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই ছাড়া কিছু বলতে পারবো না।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।