ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ১৮, ২০২১
ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ধর্ষণ মামলায় রিয়াজুল হক জোদ্দার নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত রিয়াজুল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) লালমনিহাট পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রামের চিলমারী মডেল থানা পুলিশ।

তিনি চিলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকায় তুলে এক নারীকে ধর্ষণ করে রিয়াজুল হক। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ (১) /৩০ ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। তবে দীর্ঘদিন এজাহার ভুক্ত আসামি পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর লালমনিরহাট জেলা থেকে রিয়াজুল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এফইএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।