ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৮ কেজির কাতলা বিক্রি হলো ২৫ হাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
১৮ কেজির কাতলা বিক্রি হলো ২৫ হাজারে মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন মাছের বাজারে নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলেদের জালে।

জানা গেছে, শুক্রবার রাতে পাবনার কাজির হাটের জেলে গুরুদেব হালদারসহ আরও কয়েকজন নদীতে মাছ ধরতে নামেন। ভোররাতের দিকে তার জালে মাছটি ধরা পড়ে।

মাছের ক্রেতা চান্দু মোল্লা জানান, কাতল মাছটি কিনে তিনি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন। মাছটি বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিচিতজনদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। তিনি আশা করছেন, কাতল মাছটি ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ অঞ্চলে ইলিশের দেখা তেমন একটা না মিললেও মাঝেমধ্যে বড় বড় কাতল, বোয়াল, পাঙাশ ও বাঘাইড় মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর পানি কমলে আরও অনেক ভালো মাছ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।