ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, সেপ্টেম্বর ১৭, ২০২১
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চার যাত্রী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। আর আহতরা বর্তমানে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, সকালে ঝোপগাড়ী এলাকায় ওই মহাসড়ক দিয়ে অটোরিকশায় করে কিছু যাত্রী  জেলা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বাস অটোরিকশাটিতে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন।  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।