ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, সেপ্টেম্বর ১৭, ২০২১
বেইলি ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা যান চলাচল বন্ধ ভাঙা পাটাতনে আটকা ট্রাক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপু‌রে পুরাতন বেইলি ব্রিজের পাটাতন ভেঙে প‌ড়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর রা‌তে টাঙ্গাইল-আরিচা সড়‌কের উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের উপর গাছ বোঝাই ট্রা‌ক উঠলে পাটাতন ভে‌ঙে প‌ড়ে।

উপ‌জেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বাংলানিউজকে জানান, নাগরপুর থেকে গাছ ভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সড়‌কের টেংরিপাড়ার বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভে‌ঙে ট্রাক‌টি আট‌কে যায়। ত‌বে বেইলি ব্রিজ দি‌য়ে সর্বা‌ধিক ৮ টন ধারণক্ষমতার প‌রিবহন চলাচ‌লের উপ‌যো‌গী হ‌লেও দ্বিগুণ প‌রিমা‌ণের প‌রিবহন চলাচল ক‌রে এই ব্রিজ দি‌য়ে। ফ‌লে প্রায়ই ব্রিজ‌টি পার হওয়ার সময় পরিবহন আট‌কে গি‌য়ে সড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

তি‌নি আরো জানান, প‌রিবহন পারাপার হওয়ার সময় ব্রি‌জের পাটাতন ভে‌ঙে যানবাহন চলাচল বন্ধ ছিল। প‌রে সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কর‌লে পুনরায় সড়‌কে যানবাহন চলাচল শুরু হয়।

টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এস এম আলামিন বাংলানিউজকে জানান, ট্রাক সরানোসহ ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।