ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর শহরের গোসাইপুরে গর্তের পানিতে পড়ে ময়না (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ময়না ওই এলাকার মিজানুর রহমানের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিলো ময়না। খেলার একপর্যায়ে বাড়িরে পাশের এক গর্তে পড়ে যায় সে। দীর্ঘ সময় ময়নাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মীনা বাংলানিউজকে বলেন, ময়নার বাবা এক মাস আগে ওই বাসাটি ভাড়া নেন। সকালে শিশুটি খেলা করার সময় গর্তে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য তারা গ্রামের বাড়ি রংপুরে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।