ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৩৫ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
বরিশালে ৩৫ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ জব্দ জাল। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে নৌ পুলিশের অভিযানে আনুমানিক ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও ৪টি দোকানের ৫জন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।