ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় পেন বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ১৬, ২০২১
সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় পেন বাংলাদেশ

বাংলানিউজের জেলা প্রতিনিধি রহিম শুভ্র, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবদুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং সাংবাদিক তানভীর হাসান তনুকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে পেন বাংলাদেশ।  

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীদের খাবার সরবরাহে দুর্নীতি ও অনিয়মের তথ্যসহ প্রতিবেদন প্রকাশ করায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পেন বাংলাদেশের দাবি, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের প্রতি এমন আচরণ অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। ডিজিটাল আইনের ধারাবাহিক এমন অপব্যবহার সাংবাদিকতার পেশাগত পরিধি সংকুচিত ও মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত করছে।

সাংবাদিক তানভীর হাসান তনুকে দ্রুত সময়ের মধ্যে জামিন দেওয়ায় আদালতের প্রতি সশ্রদ্ধ সন্তোষ জানায় পেন বাংলাদেশ। সংগঠনটি আশা করে, আদালত এ ধরনের সুস্পষ্ট মানবাধিকারের জন্য ঝুঁকিপূর্ণ মামলা প্রত্যাহার করবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।