ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঢামেকে বিডিআর বিদ্রোহের মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, সেপ্টেম্বর ১৪, ২০২১
ঢামেকে বিডিআর বিদ্রোহের মামলার আসামির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সাইদুর রহমান (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন সাইদুর। কয়েদি নম্বর ৪৪৫/এ। তার বাবার নাম হাবিবুর রহমান।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।