ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় ২ কোটি টাকার বাজারভবন নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
পাকুন্দিয়ায় ২ কোটি টাকার বাজারভবন নির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আধুনিক দ্বিতল গ্রামীণ বাজারভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।


দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।  

এসময় উপস্থিত ছিলেন-এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।